প্রতিষ্ঠানের ইতিহাস

রঘুনাথপুর দারুল ইসলাম দাখিল মাদদ্রাসাটি ১৯৭৩ খ্রিষ্টাব্দে তৎকালিন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। রঘুনাথপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসাটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ৭ নং শেখমাটিয়া ইউনিয়নে অবস্হিত। অত্র মাদ্রাসাটি স্বীকৃতিপ্রাপ্ত হয়ে অদ্যবধি সুনামের সাথে সাধারন মানুষের অন্যতম শিক্ষাঙ্গনে হিসাবে চলমান আছে।

মাদ্রাসাটিতে বর্তমানে শতাধিক ছাত্র/ছাত্রী পড়ালেখা করে। উপজেলা পর্যায়ে মডেল মাদ্রাসা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে। দাখিল -JDC পরীক্ষায় সর্বদা বোর্ড-এর শতকরা হিসাবের উপরে এবং অধিকাংশ সময় শতভাগ কৃতকার্যের কৃতিত্ব অর্জন করে আসছে । পাঠাগার মাদ্রাসাটি পরিপাটি বিজ্ঞানাগার, সমৃদ্ধ সহ সহশিক্ষাক্রমিক কার্যক্রম চালু এবং সক্রিয় থাকার পাশাপাশি স্কাউটিং, গার্লস গাইড এবং খেলাধুলায় ধারাবাহিক ভাবে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন এবং অব্যাহত রেখেছে। শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস । ।